• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুর মিউজিক এসোসিয়েশন যাত্রা শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
গাজীপুর মিউজিক এসোসিয়েশন যাত্রা শুরু

সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সাউন্ড কোম্পানি মালিকদের নিয়ে আত্মপ্রকাশ করলো গাজীপুর মিউজিক এসোসিয়েশন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ সূচনা হলো। সকালে গাজীপুর প্রেসক্লাবে সংগঠনটির পরিচিতি সভা ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথি প্রখ্যাত অভিনেতা আহমেদ রুবেল ও বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, হোসনে আরা পুতুল ও তৌহিদুল ইসলাম দীপ উপস্থিত ছিলেন।

সভাপতি ইফতেখার শিশির এবং রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অভিনেতা আহমেদ রুবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘করোনার পর সঙ্গীত জগতে যে মন্দাভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার শারমিন জাহান বলেন, ‘গাজীপুরে এ ধরনের একটি সংগঠন অনেক আগেই দরকার ছিলো।’

অনুষ্ঠানের গাজীপুর মিউজিক এসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ইফতেখার শিশির বলেন, ‘সঙ্গীত শিল্পীদের মাদক নির্ভরশীলতা থেকে রক্ষা করা, দুস্থ অসহায় শিল্পীদের সহায়তা এবং যেকোন বিপদ-আপদে সবার পাশে থাকবে এই সংগঠন। সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: