• NEWS PORTAL

  • বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

জামালপুরে সম্মেলন ঘিরে সরব আ.লীগ নেতা-কর্মীরা

জাহিদ জামালপুর

প্রকাশিত: ১৬:৫৬, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
জামালপুরে সম্মেলন ঘিরে সরব আ.লীগ নেতা-কর্মীরা

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বেশ প্রস্তুতি চলছে দলটির। ২৮ নভেম্বর (সোমবার) জামালপুর জিলা স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে জেলার ৭টি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও চলছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

এই সম্মেলন ঘিরে প্রতিটি উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। জেলার সম্মেলনকে জাতীয়ভাবে তুলে ধরতে ২ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সর্বশেষ ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি এবং ফারুক আহমেদ চৌধুরীকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুরো জেলার আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে মাঠে নেমেছিল বলে নেতাককর্মীরা জানান।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: