• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশিত: ১২:১৯, ৮ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

চটগ্রামে গণহারে গণপরিবহন রিকুইজিশন ও পুলিশের হয়রানির প্রতিবাদে ভোর থেকে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন সড়কে ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক শ্রমিক সমম্বয় পরিষদ।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের সঙ্গে দুই পার্বত্য চট্টগ্রাম ও হাটহাজারী, রাউজান ফটিকছড়ি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে ধর্মঘট শুরুর কারণে বাস স্টেশনগুলোতে মানুষের অপেক্ষার দীর্ঘ সারি দেখা যাচ্ছে। 

যানবাহন মালিক শ্রমিকরা জানায়,পুলিশের নানা হয়রানির পাশাপাশি কক্সবাজারে জনসভার নামে বিপুল পরিমাণ গণপরিবহন রিকুইজিশন করে শ্রমিকদের হয়রানি করেছেপুলিশ। পুলিশের বহরের এসব যান ব্যবহার করার কথা থাকলেও দলীয় নেতা-কর্মী বহনকরার অভিযোগ পরিবহন শ্রমিকদের।

বিভি/টিটি

মন্তব্য করুন: