• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাইকো মামলার সব সাক্ষীকে বৃহস্পতিবারের মধ্যে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নাইকো মামলার সব সাক্ষীকে বৃহস্পতিবারের মধ্যে হাজিরের নির্দেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। দুদকের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন ফাতেমা খানম।

তিনি  বলেন, “গত দুই- তিনটা তারিখে সাক্ষী না আসায় একটা গ্যাপ পড়ে গেছে। সাক্ষী না আসলে সবসময়ই আসামীপক্ষ মামলা ক্লোজ করতে বলতে পারেন। কিন্তু মামলার সাক্ষী না হওয়া পর্যন্ত, তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দেবে, সব ডকুমেন্টস প্রদর্শন করবে সব প্রসিডিং শেষ করবে। তখনই মামলা ক্লোজ হবে। তার আগে তো হবে না”।

এ মামলার আরো ৫০ থেকে ৬০ জন সাক্ষী রয়েছে বলে জানান ফাতেমা খানম।

কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে প্রায় চৌদ্দ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে ২০০৭ সালে নয়ই ডিসেম্বর মামলা করে দুদক।

গত বছর এ মামলায় কানাডিয়ান পুলিশের দুই সদস্য বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: