• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুসহ ৫ জনের বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ১৩:০৩, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুসহ ৫ জনের বিচার শুরুর আদেশ

ছবি: হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৫ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 

রবিবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন৷

এছাড়া, মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় ২০ জন সাক্ষ্য দেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2