• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি দাবি, রায়ের দিন নির্ধারণ কাল

প্রকাশিত: ১০:১৯, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:০৭, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি দাবি, রায়ের দিন নির্ধারণ কাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আগামীকাল (১৩ নভেম্বর)।

এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আইনি প্রক্রিয়া শেষে ১৩ নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণ করেন। সেদিন শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আর, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন গ্যাং অব ফোরের সদস্য। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2