• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আদালতে নথি থেকে এক কোটি ৪০ লাখ টাকার চেক চুরি, মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২১:২৪, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আদালতে নথি থেকে এক কোটি ৪০ লাখ টাকার চেক চুরি, মামলা

চট্টগ্রাম আদালতে দুই বছর আগে একটি মামলার নথি থেকে দেড় কোটি টাকার চেক চুরির ঘটনায় আইনজীবীর সহকারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন।

এই ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী ও অফিস সহায়কের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন- দিনাজপুর জেলার বাসিন্দা মেসার্স শম্পা ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইদ্রিস আলী, বগুড়া জেলার বাসিন্দা ও চট্টগ্রাম অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য মো. এনামুল হক ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জিকু দাশ।

সাবিত্রী বণিক নামে এক নারী মোহাম্মদ ইদ্রিস আলীকে আসামি করে এই মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালে ৮ জুলাই যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতের এজলাস কক্ষ থেকে একটি দায়রা মামলার নথি থেকে ১ কোটি ৪০ লাখ টাকার চেক চুরি হয়।

চেক চুরির ঘটনায় সাবিত্রী বণিক অভিযোগ করেন, মোহাম্মদ ইদ্রিস আলীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বাকি অভিযুক্তরা নথি চুরির সংগে সরাসরি জড়িত।

বিভি/এমএস

মন্তব্য করুন: