• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ধর্ষণ-হত্যা মামলার আসামি শুক্কুরের মৃত্যুদণ্ডের রায় স্থগিত

প্রকাশিত: ১৪:২৯, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:৩৩, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ধর্ষণ-হত্যা মামলার আসামি শুক্কুরের মৃত্যুদণ্ডের রায় স্থগিত

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগরে সাবিনা (১৩) নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি শুকুর আলী’র মৃত্যুদণ্ডের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৯ নভেম্বর) ওই আসামির আইনজীবীর করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

হেলাল উদ্দিন মোল্লা বলেন, গত ১৮ আগস্ট শুকুর আলীকে হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ। এখনও ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়নি। অনুলিপি প্রকাশ হলে রায় পুনর্বিবেচনার (রিভিউ) সুযোগ রয়েছে। এর মধ্যে রায়টি কার্যকরে তোড়জোড় শুরু হয়। তাই রায়টি স্থগিত চেয়ে আবেদন করেছি, আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৪-এর ২৫ মার্চ রাতে দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের আব্দুল মালেক ঝনু‘র মেয়ে সাবিনা (১৩) প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে আসামিদের মাধ্যমে অপহৃত হয়। পরে লালনগর ধরমগাড়ী মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: