• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ডাদেশ

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১২:৫০, ২২ মে ২০২২

আপডেট: ১৩:২৫, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ডাদেশ

নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠ‌ন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্য নূর মোহাম্মদ অনিক ও মোজাহেদুল ইসলাম রাফকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিস্ফোরকে আইনে রবিবার (২২ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান একইসা‌থে তা‌দের ১ লাখ টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

রায় ঘোষণার সময় আসামিরা আদাল‌তে উপ‌স্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বলেন, আসামিরা নাশকতা করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ করেছিলো। খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে ২০২০ সালের ৩৫ জানুয়ারি বিস্ফোরক দ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে মহানগরীর খানজাহান আলী থানা আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালানোর স্বীকারোক্তি দেয়।

বিভি/এপি/এএন

মন্তব্য করুন: