• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আবেদ খানের দাবি করা বাড়ির রায় ও নথি দাখিলের নির্দেশ

প্রকাশিত: ১২:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আবেদ খানের দাবি করা বাড়ির রায় ও নথি দাখিলের নির্দেশ

সাংবাদিক আবেদ খানের দাবি করা ধানমন্ডির বাড়ির বিষয়ে হাইকোর্টের রায়সহ সব নথি ৫ মার্চের মধ্যে আপিল বিভাগে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন মামলার শুনানির দিন ধার্য থাকলেও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ার বিষয়টি আপিল বিভাগকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল। পরে রাষ্ট্রপক্ষকে এক মাস সময় বেঁধে দেয় আপিল বিভাগ।

গত ২১ নভেম্বর ধানমন্ডির ২নং রোডের ২৯ নম্বর বাড়িটি সরকারের বলে রায় দেয় হাইকোর্ট। একইসাথে তথ্য গোপন করে বাড়িটির মালিকানা চেয়ে রিট করায় সাংবাদিক আবেদ খানকে করা হয় ১০ হাজার টাকা জরিমানা। এর আগে, সেটেলমেন্ট কোর্টে হেরে যান আবেদ খান। সে সময় নেহাল আহমেদ নামে এক ব্যক্তিও বাড়িটির মালিকানা দাবি করেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: