মাথা নেই, পোড়া মৃতদেহ দু'টির হাত-পাও বিচ্ছিন্ন

ভোলার চরফ্যাশনে মাথাবিহীন খন্ডিত দু'টি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই দুই জনকে হত্যার পর মাথা কেটে নিয়ে বাকি অংশ গান পাউডারের আগুনে পুড়িয়ে দিয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বাংলাভিশন ডিজিটালকে জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে খবর পেয়ে পুলিশ উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজ এলাকার ভূঁইয়া বাড়ীর পরিত্যক্ত বাগান থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে।
আগুনে দু'টি মৃতদেহের হাত, পা ও বুক ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। মাথা না থাকায় কাঁদের মৃতদেহ তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কোমরের বেল্ট দেখে মরদেহগুলো পুরুষের বলে ধারনা করছে পুলিশ।
মৃতদেহের খণ্ডগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং খুনের রহস্য উদঘাটনে পুলিশ করছে বলে জানা ওসি মনির হোসেন মিয়া।
বিভি/এমএস
মন্তব্য করুন