• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১২:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। একটি বড় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহন মন্ত্রণালয়। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন।

আঞ্চলিক পরিবহন মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।

দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।

সূত্র: এএফপি

বিভি/টিটি

মন্তব্য করুন: