পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভনে যৌন হযরানী, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

শিক্ষার্থীকে যৌন হযরানীর অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের(টিএসসি) শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহেল রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ। থানায় দাখিল করা অভিযোগে জানা গেছে, গত ২৫ ফেব্র্বয়ারি দুপুরে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের(টিএসসি) অফিস রুমে ডেকে নিয়ে যৌন নীপিড়ন ও ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সোহেল রানা। এর প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষককে বদলী করে হেড অফিসে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে খাগড়াছড়ি থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা। এরআগে, ২৮ ফেব্র্বয়ারি ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে আলাদা দু'টি তদন্ত কমিটি গঠন করে স্কুল কতৃপক্ষ ও কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বিভি/এমএইচকে