খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়িতে এক নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্তমঞ্চে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার ৯ (ফেব্রুয়ারি) মহালছড়ি উপজেলার চৌংড়াছড়িতে বিকালে মারমা সম্প্রদায়ের এক নারী (৫৬) বাড়ীর পাশে পাহাড়ি ঝর্ণার নিচে কুয়া থেকে পানি আনতে গেলে দুই বখাটে শাহাদাত হোসেন প্রকাশ সাজু (২৫) ও টুলু মিয়া (২২) তাকে ধর্ষণের চেষ্টা করে। নারীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুই বখাটে পালিয়ে যায়।
সমাবেশে বক্তব্য রাখেন.বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটির সহসভাপতি চিংসাথোয়াই মারমা,চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা, রাঙ্গামাটি মেডিকেল শিক্ষার্থী ক্যচিংনু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী নুচিং মারমা প্রমূখ।
বিভি/এইচএমপি/এজেড
মন্তব্য করুন: