• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কাঁঠালের নিচে লুকিয়ে মদ নিয়ে যাওয়ার সময় আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
কাঁঠালের নিচে লুকিয়ে মদ নিয়ে যাওয়ার সময় আটক ১

খাগড়াছড়ির গুইমারায় কাঁঠালের গাড়ি থেকে ১৯৮ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার হয়েছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।তবে এ সময় অপর একজন পালিয়ে যায়।

জানা গেছে, রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গুইমারা বাজার চেক পোস্ট অতিক্রম সময় কাঁঠাল ভর্তি একটি পিকআপকে সিগনাল দেওয়া হয়। কিন্তু পিকআপের চালক সিগনাল অম্যান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পরে ধাওয়া দিয়ে পিকআপটিসহ মো: আলমগীর (৫০) নামে একজনকে পুলিশ আটক করে।সে লক্ষ্মীপুর জেলার মুন্সিহাটের মৃত আব্দুল মোতালেবেবের ছেলে।  

পিকআপের ভিতরে কি আছে জিজ্ঞেস করলে আলমগীর অকপটে স্বীকার করে কাঁঠালের নিচে বস্ত ভর্তি চোলাই মদ আছে। জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, এ চোলাই মদ তার এবং এ মদ নিয়ে সে চট্টগ্রামে শহরে জনৈক মোর্শেদের নিকট যাচ্ছিল। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা হয়েছে। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: