• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই গুম: ১২ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

প্রকাশিত: ১৬:১৬, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৩০, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই গুম: ১২ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার আভিযোগে চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইকে গুমের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। 

বাদীর পরিবারকে সাথে নিয়ে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আইনজীবী ব্যারিস্টার সোহেল রানা অভিযোগটি দায়ের করেন। 

এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশের কিছু কর্মকর্তাসহ ১২ জনকে আসামি করা হয়েছে। ব্যারিস্টার সোহেল রানা সাংবাদিকদের বলেন, বিএনপি করার অপরাধে দুই ভাইকে ২০১৬ সালে গুম করা হয়। এ পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তাদের ছেড়ে দেয়ার কথা বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু তাদের ফেরত দেয়নি। রাষ্ট্রের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন গুমের শিকারদের পরিবারের সদস্যরা। 

বিভি/টিটি

মন্তব্য করুন: