প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা, আটক অপহৃত বাদীপক্ষের যুবক
সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করে ১ বছর ৭ মাস আত্মগোপনে থাকা যুবক তানভীর ইসলামকে আটক করেছে পিবিআই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকায় তাকে আটক করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম জানান, শহিদুল ইসলামের সাথে একই এলাকার রবিউল ইসলামের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের নাবালক ছেলে তানভীর ইসলামকে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় শহিদুল। এরপর তানভীরকে অপহরণ করা হয়েছে মর্মে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইব্যুনাল আদালতে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করে। যার নং-৩৬৩/২০২৩।
আদালতের নির্দেশে পিবিআই তদন্তে নামার পর বুঝতে পারে মামলাটি সাজানো। এর প্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীর কে আটক করা হয়। তিনি আরো বলেন, মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও তানভীরের প্রকৃত বয়স ২৪ বছর। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: