• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাজধানীর ছয় স্থানে `আইস` ছড়িয়ে দিতে চেয়েছিলো চক্রটি

প্রকাশিত: ১২:৫০, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:৪৬, ১৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রাজধানীর ছয় স্থানে `আইস` ছড়িয়ে দিতে চেয়েছিলো চক্রটি

বাংলাভিশন ডিজিটাল

প্রায় সাড়ে ১২ কোটি টাকার ভয়ংকর মাদক 'আইস' রাজধানীর ছয়টি স্থানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলো মাদক ব্যবসায়ীদের একটি চক্র। যদিও ছড়িয়ে দেওয়ার আগেই চক্রের অন্যতম হোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। 

তিনি বলেন, আজ ভোরে র‍্যাবের অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থেকে অবৈধ মাদক আইস-এর (ক্রিস্টাল মেথ) চালান প্রায় ৫ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. হোসেন ওরফে খোকন (৩৩) ও তার সহযোগী মোহাম্মদ রফিককে (৩২) গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি ও বারিধারা এলাকায় এসব আইস সরবরাহ করতে চেয়েছিলো। তার আগেই র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে তারা ধরা পড়ে।

বিভি/এসএইচ/এওয়াইএইচ

মন্তব্য করুন: