• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পদ্মাসেতু নিয়ে ট্রল, ডিবি-সিটিটিসি’র অভিযানে আটক ২

প্রকাশিত: ১০:৫৪, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
পদ্মাসেতু নিয়ে ট্রল, ডিবি-সিটিটিসি’র অভিযানে আটক ২

প্রতীকী ছবি

পদ্মাসেতু নিয়ে ট্রলকারীদের ধরতে সম্প্রতি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) অভিযান পরিচালন অব্যাহত রেখেছে। ইতিমধ্যে সংস্থাটির পৃথক অভিযানে রাজধানী ও নোয়াখালী থেকে দু’জনকে আটক করেছে বলে তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৯ জুন) সকালে ডিবি ও সিটিটিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য বলছে- নোয়াখালী থেকে মেহেদী নামে এক যুবককে আটক করেছে ডিবি। মেহেদী পদ্মাসেতুর নাট-বল্টু নিয়ে টিকটক করেছে বলে জানা গেছে। তবে সিটিটিসি যে যুবককে আটক করেছে নাম রাব্বি বলে জানা গেছে। তবে তার কি অপরাধ সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনো।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর ডিবি পুলিশের প্রধান একেএম হাফিজ আক্তার বলেন, অভিযান চলছে। গতকাল রাতে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আমাদের টিম এখনও মাঠে কাজ করছে। ফিরলে বিস্তারিত বলা যাবে।

এদিকে, নাট-বল্টু নিয়ে টিকটক করা প্রথম যুবক বায়েজিদ তালহাকে গ্রেফতারের পর সাতদিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। সেই সঙ্গে তার বন্ধু কায়সারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি।

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: