• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ইফতেখার হোসেন বরখাস্ত

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ইফতেখার হোসেন বরখাস্ত

নানা অনিয়ম, দুর্নীতি আর বদলী বাণিজ্য প্রমাণিত হওয়ায় অবশেষে সরকারি চাকরি খোয়ালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়া। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, নীতিমালার তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে বদলি বাণিজ্য, বিভাগীয় মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া এবং নানা দুর্নীতির অভিযোগে মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়।

একই সঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা তা জানতে চাইলে তিনি ব্যক্তিগত শুনানি প্রত্যাখ্যান করেন। একইসঙ্গে বিভাগীয় মামলা তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা মতামত ব্যক্ত করেন। অভিযুক্ত ইফতেখার হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গুরুদন্ড হিসেবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। উল্লেখ্য, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়ার দুর্নীতি নিয়ে বাংলাভিশনে সংবাদ প্রচারিত হয়। সেই সংবাদের ভিত্তিতে ইফতেখারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় দুই বছর পর তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: