• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইউরোপের জাল ভিসা তৈরি চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৭:১০, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ইউরোপের জাল ভিসা তৈরি চক্রের সদস্য গ্রেফতার

কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল ভিসা তৈরি করে প্রতারণা করে আসছিল একটি চক্র। এ অভিযোগে মাসুম আহমেদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সিলেটের মজুমদার পাড়া টিএনটি কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার মাসুম কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল কানাডিয়ান ভিসা প্রস্তুতকারী মানবপাচারকারী চক্রের সদস্য। নিরীহ মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে বিদেশে পাচার করতেন তিনি। তার বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

সিআইডির এই কর্মকর্তা জানান, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার নির্দেশনায় মানবপাচার অপরাধ দমন ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আছলাম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়।

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন: