• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সন্ত্রাসী গ্রুপ ‘বিডিএসকে’ গ্যাং-এর প্রধানসহ ৮ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সন্ত্রাসী গ্রুপ ‘বিডিএসকে’ গ্যাং-এর প্রধানসহ ৮ সদস্য গ্রেফতার

রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ ‘বিডিএসকে’ গ্যাং-এর প্রধান আকাটা হৃদয়সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। দু’ থেকে তিন বছর ধরে গ্যাং কালচারে জড়িত তারা। র‍্যাব বলছে, এই গ্যাং অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালাতো।

নির্যাতনের নানা চিত্র রাজধানীর আদাবরে বিডিএসকে’ গ্যাং এর। প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে সোডাউন। শুধু হুমকি নয়, পাড়া-মহল্লায় চালাতো বিভিন্ন অপরাধ মূলক র্কমকাণ্ড। 

দেশি ও বিদেশি অস্ত্রসহ বিডিএসকে’ গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। উদ্ধার করা হয়, দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এই চক্রের সদস্য ২০ থেকে ২৫ জন। মাদক সেবন ও বিক্রির সাথেও জড়িত তারা।

হিটার হৃদয়সহ কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

‘বিডিএসকে গ্রুপের আগে সংবাদ সবুজ বাংলা, টপটেনসহ অন্যান্য গ্রুপের সদস্য ছিলো তারা।

বিভি/রিসি

মন্তব্য করুন: