• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমদানি-রফতানি বাণিজ্য রাজনীতির বাইরে রাখার আহ্বান

প্রকাশিত: ১৫:০৫, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আমদানি-রফতানি বাণিজ্য রাজনীতির বাইরে রাখার আহ্বান

সাধারণ মানুষের স্বার্থে আমদানি-রফতানি বাণিজ্য রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, ভারত ছাড়া বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি অনেক কঠিন। সুসম্পর্ক থাকাতেই রফতানি বন্ধ থাকার পরও বাংলাদেশকে পেঁয়াজ দিয়েছে ভারত। 

এদিকে, বাণিজ্য সচিব জানিয়েছেন, এখন থেকে আর কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দেয়া হবে না। 

দেশের বাজারে পেঁয়াজের দামে স্বস্তি দিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে সরকার। প্রথম ধাপে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে আনা হয় দু'দিন আগে। মঙ্গলবার (২ এপ্রিল) টিসিবির মাধ্যমে খোলাবাজারে এসব পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। 

ভারত থেকে আনা এসব পেঁয়াজের মান ভালো। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের।  

বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, পুলিশ দিয়ে নয়, সরবরাহ বাড়িয়েই বাজার নিয়ন্ত্রণ করা হবে। 

বাজার স্থিতিশীল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
 
ভারতীয় পেঁয়াজে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। 

ঢাকা মহানগরীর ১০০টি জায়গাসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলাবাজারে এসব পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। একজন ক্রেতা সর্বোচ্চ কিনতে পারবেন আড়াই কেজি পেঁয়াজ।

বিভি/টিটি

মন্তব্য করুন: