প্রস্তাবিত বাজেট হচ্ছে দুর্নীতিবাজদের মোটাতাজা করার বাজেট: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রস্তাবিত বাজেট হচ্ছে- চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের মোটাতাজা করার বাজেট।
শনিবার (৮ জুন) বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের পকেট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, যার কারণে বিরোধী নেতাকর্মীরা বন্দী আছেন, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই তো সবাই মুক্তি পায়। নিজেদের ওপর আঘাত এলে, পাল্টা আঘাতের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিভি/রিসি
মন্তব্য করুন: