• NEWS PORTAL

  • রবিবার, ১৪ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চামড়া কিনতে প্রয়োজনীয় ঋণ মিলছে না অভিযোগ ট্যানারি মালিকদের

প্রকাশিত: ১১:১৭, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
চামড়া কিনতে প্রয়োজনীয় ঋণ মিলছে না অভিযোগ ট্যানারি মালিকদের

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় এবার অন্তত ১৫ শতাংশ কম কোরবানি হবে- ধারণা চামড়া সংশ্লিষ্টদের। ট্যানারি মালিকরা জানান, চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে ৬০ থেকে ৭০ কোটি টাকা। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, দেশে এবার ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। যা চাহিদার তুলনায় বেশি। যদিও ট্যানারি মালিক ও আড়তদাররা ধারণা এবার কোরবানি হবে কম।  

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ চামড়া কেনার জন্য প্রয়োজনীয় সাপোর্ট মিলছে না ব্যাংক থেকে। 

দাম পেতে সময়মতো চামড়া লবণ দেয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি।     

এ বছর প্রতি বর্গফুট লবণ যুক্ত গরুর চামড়ার দাম, ঢাকায় ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরের ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2