এক ঘণ্টায় ঢাকা শেয়ারবাজারে লেনদেন ১৯১ কোটি, বাড়ছে সূচকও
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) লেনদেন ছাড়িয়েছে ১৯১ কোটি টাকা।
একই সাথে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৭ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ২৪৩ দশমিক ৪৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ দশমিক ৭৯ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯০টির কোম্পানির শেয়ারের, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৫৯৪ দশমিক ০৩ পয়েন্টে ও ১০ হাজার ৪ দশমিক ৪৭ পয়েন্টে।
আর সিএসআই সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮ দশমিক ৬৩ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৮২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ২২৯ দশমিক ৭৭ পয়েন্টে ও ১ হাজার ২২২ দশমিক ৮৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকার। লেনদেন হওয়া ৭১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।
বিভি/এজেড
মন্তব্য করুন: