• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

সিলেটের তামাবিল স্থলবন্দরে বন্ধ রয়েছে পাথর ও কয়লা আমদানি

দিপু সিদ্দিকী, সিলেট

প্রকাশিত: ১৪:৫০, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সিলেটের তামাবিল স্থলবন্দরে বন্ধ রয়েছে পাথর ও কয়লা আমদানি

সিলেটের তামাবিল স্থলবন্দরে বন্ধ রয়েছে পাথর ও কয়লা আমদানি। ১৯ নভেম্বর থেকে পাথর, কয়লা ওজনে কর্তৃপক্ষ কড়াকড়ি করায আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, অন্য সব পণ্য আমদানিতে সচল রয়েছে বন্দর। 

সিলেট তামাবিল দিয়ে ভারত থেকে আমদানি করা হয় পাথর ও কয়লা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, পাথরবাহী ট্রাকে কাদামাটি, আবর্জনাসহ ওয়েস্কেলে ওজন করছে কর্তৃপক্ষ। এতে ট্রাক প্রতি নূন্যতম ১০ হাজার টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

এমন পরিস্থিতিতে স্থানীয় শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পাশাপাশি লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বেকার সময় পাড় করছে শতশত শ্রমিক।

পাথর আমদানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দর। বলেছেন, সিলেটের তামাবিল স্থল বন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। 

পাথর আমদানিতে কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয় শ্রমিকদের।

মন্তব্য করুন: