• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায়: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৩:১০, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায়: বাণিজ্য উপদেষ্টা

ছবি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। জানান, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

শেখ বশিরউদ্দিন বলেন, দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী। বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এ সময় তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেয়া হয়েছিল। দেয়া হতো একই পরিবারের অনেককে। সেটি বাদ দিয়ে ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে। জানান, রমজানে বাজার নিয়ে কোন সমস্যা হবে না। প্রযোজনীয় মজুদ রয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2