• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা 

প্রকাশিত: ১৭:০৩, ২২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা 

ফাইল ছবি

দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দাবি করেছেন, অকাল বন্যার জন্য আউশ-আমনের ঘাটতি হলেও দাম সহনীয় রয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। খাদ্য উপদেষ্টা জানান, সামনে বোরো মৌসুমে ভাল ফলন হলে চালের ঘাটতি হবে না। তিনি জানান, চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন খাদ্য আমদানির পাইপলাইনে আছে। ভারত ছাড়া মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আসবে।

অর্থ উপদেষ্টাও জানান, সরকার সরবরাহ নিশ্চিত করে বাজার সহনীয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের সম্পর্ক নেই। বিশ্বের অন্য কোন দেশে এত কম ভ্যাট দিতে হয় না বলে দাবি করেন অর্থ উপদেষ্টা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2