• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

৭ মাস পর উৎপাদনে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড

প্রকাশিত: ১২:২০, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭ মাস পর উৎপাদনে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড

ছবি: চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে উৎপাদন শুরু

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছিলো।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সিইউএফএলে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

গত ১১ এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল) কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হলেও যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার দিবাগত রাত থেকে উৎপাদন শুরু করে কারখানাটি। গ্যাসনির্ভর এই কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

গ্যাস–সংকট ও যান্ত্রিক জটিলতার মধ্যে গত অর্থবছরে সিইউএফএল প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। বাংলাদেশে বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানাগুলো মিলিয়ে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হয়। বাকি ১৬ লাখ মেট্রিক টন সার উচ্চমূল্যে আমদানি করতে হয় সরকারকে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2