• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

জেনে নিন আজকের স্বর্ণের দাম 

প্রকাশিত: ১৭:১২, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জেনে নিন আজকের স্বর্ণের দাম 

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। 

গত শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায় সংস্থাটি। আজ রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে নতুন এ দাম।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

এর আগে, সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছিলো বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো ২ লাখ ৯৬ টাকা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2