• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নভেম্বরে রেমিট্যান্স এসেছে পৌনে ৩ বিলিয়ন ডলারের বেশি  

প্রকাশিত: ২১:২১, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নভেম্বরে রেমিট্যান্স এসেছে পৌনে ৩ বিলিয়ন ডলারের বেশি  

নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, অর্থাৎ পৌনে ৩ বিলিয়ন ডলারের বেশি। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৬৯ কোটি ডলার, যা প্রায় ৩১ শতাংশ বেশি। গত নভেম্বরে (২০২৫) দেশে এসেছিল ২২০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

চলতি অর্থবছরে প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) এক হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের (১৩ দশমিক ০৩ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ৬০ হাজার কোটি টাকা।

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক এই বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে, বিশেষভাবে ডলারের জোগান ও বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা আনছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: