• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রফতানি সক্ষমতা বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ১২:৪০, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:০৮, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রফতানি সক্ষমতা বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানোর আহ্বান

রফতানি সক্ষমতা বাড়াতে পণ্যের গুণগত মান আরও বাড়ানোর জন্য বিএসটিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত সভা বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে আমাদের রফতানি পণ্যের ৮৬ শতাংশই পোশাক শিল্প। তবে আমাদের খাদ্যপণ্যগুলো আন্তর্জাতিক বাজারে রফতানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিএসটিআইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। 

তিনি আরও বলেন, একটা সময় আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে বিদেশে দিনযাপন করতেন। তবে এখন তাদের সন্তানরা প্রবাসের বিভিন্ন দেশের আইন প্রণয়ন সহ কার্যকর ভূমিকা রাখছেন। এক্ষেত্রে ডিজনি ওয়ালমার্টসহ আন্তর্জাতিক বড় ক্রেতাদের প্রধান মার্কেটে যেতে হবে। এক্ষেত্রে মান সম্মত ল্যাবরেটরি স্থাপন করতে হবে।  এজন্য অগ্রণীভূমিকা রাখতে হবে বিএসটিআইকে। পাশাপাশি বিএসটিআই এর পলিসি ঠিক করতে হবে। 

 

বিভি/এইচএস/রিসি 

মন্তব্য করুন: