• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু

প্রকাশিত: ১২:৩৮, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু

ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন এই তথ্য জানিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে গত ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।  

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ছয় দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দর দিয়ে তিন দেশের সংগে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। 
 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: