• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কেজিতে পেঁয়াজের দাম আট টাকা কমেছে

প্রকাশিত: ১২:০৫, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
কেজিতে পেঁয়াজের দাম আট টাকা কমেছে

সংগৃহীত ছবি

দুর্গাপূজার ছুটি শেষে ফের সচল হয়েছে দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। আমদানি-রফতানির শুরুর দিনই ভারত থেকে প্রবেশ করছে পেঁয়াজ। ক্রেতা সংকট, পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম আট টাকা কমেছে। দাম কমলেও বন্দরে ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরে তেমন ক্রেতা সমাগম নেই। যদিও দুই-একজন পাইকার আসছেন। পূজার বন্ধের আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, পেঁয়াজ আমদানিতে সরকারের শুল্ক প্রত্যাহার, অতিরিক্ত গরমের কারণে বন্দরে ক্রেতা না থাকায় দাম কমতে শুরু করেছে। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: