• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সব ই-কমার্স প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে

প্রকাশিত: ১৬:৩২, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সব ই-কমার্স প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে

আগামী দুই মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সংগে জড়িতদের নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান ।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সংগে জড়িতদের নিবন্ধন নিতে হবে। এছাড়া ই-কমার্স ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি জমা রাখতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন, যাতে কেউ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে না পারে।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: