• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রানারের আয়ে বড় ধাক্কা

প্রকাশিত: ২২:৩২, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
রানারের আয়ে বড় ধাক্কা

বিদেশী বিনিয়োগ চলে যাওয়ায় বড় ধরনের ধাক্কা লেগেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর-ডিসেম্বর’২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। 

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’ ২০২১-ডিসেম্বর’ ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় হয়েছিলো ৮৮ পয়সা। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২১- ডিসেম্বর ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। ২০২০ সালের (জুলাই- ডিসেম্বর) দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির আয় ছিলো ১ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১৬ পয়সা। 

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৫ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির সিএফও মো. মিজানুর রহমান বাংলাভিশন ডিজিটালকে আয় কমার বিষয়ে বলেন, দুটি কারণে কোম্পানির আয় কমেছে। ব্রামার্স অ্যান্ড পার্টনার্স তাদের হাতে থাকা রানার অটোমোবাইলস লিমিটেডের ২৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ার বা ২ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার ছেড়ে দিয়েছে। এছাড়া করোনার কারণে ২০২০-২০২১ সালে ২৯৮ দিন ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ ছিলো। যা দ্বিতীয় প্রান্তিক জুলাই- ডিসেম্বর ২০২১ সালে কোম্পানির আয় কমার অন্যতম কারণ। 

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড।
বর্তমানের কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে শেয়ার রয়েছে ৫০ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগ ২৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২৩ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।  

২০২১ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় রানার। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার বর্তমানের ৫২ টাকা ৮০ পয়সায় বিক্রি হচ্ছে। ২৪ জানুয়ারি কোম্পানির শেয়ারের প্রতি দর কমেছে ১ দশমিক ১২তাংশ বা শূন্য দশমিক ৬০ পয়সা। 

বিভি/এইচএস/এসডি

মন্তব্য করুন: