• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

হাইব্রিড গাড়ির জন্য বিএনও’র নতুন ব্র্যান্ডের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:৩১, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
হাইব্রিড গাড়ির জন্য বিএনও’র নতুন ব্র্যান্ডের মোড়ক উন্মোচন

শেয়ারবাজারের তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম বৃহৎ লুব্রিকেন্ট ব্র্যান্ড বিএনও লুব্রিকেন্টস তাদের নতুন ব্যান্ডের উদ্বোধন করা হয়েছে। হাইব্রিড গাড়ির জন্য বিশেষভাবে তৈরি ও সর্বশেষ উদ্ভাবিতপণ্য বিএনও হাইব্রিড ইঞ্জিনওয়েল, ওডব্লিইউ-২০, এপিআই এসএন প্লেস পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়।   

বৃহস্পতিবার (২৩ জুন) তারিখে সিইএমএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫তম মোটর শো’তে পণ্যটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সিকিউরিটিজ  এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসানসহ বিএনও লুব্রিকেন্টসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়া বিএমডব্লিউ কর্তৃকস্বীকৃত বিএনও ডাইমন্ড এবং ন্যানো টেকনোলজি সমৃদ্ধপণ্যসমূহ: বিএনও গোল্ড, বিএনওসিএনজি স্পেশাল এবং বিএনও ডিজেল সুপার প্রদর্শন করা হয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন: