• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিশ্ববাজারে আবার কমছে সোনার দাম

প্রকাশিত: ১৬:৩৭, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বিশ্ববাজারে আবার কমছে সোনার দাম

রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই উত্তাল বিশ্ব বাজার। সব ধরণের পণ্যের মূল্য আকাশ ছুঁয়েছে। সোনার দামেও দেখা গিয়েছে বড় উত্থান, এরপর গত কয়েক মাসে আবার বড় দরপতনের ঘটনাও ঘটেছে। তবে বিশ্ববাজারে দাম কমলেও গত এক মাসে দেশের বাজারে স্বর্ণের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি।

গত এক মাসে বিশ্ববাজারে সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দাম কমেছে। এই সময়ের মধ্যে সোনার দাম কমেছে ৩ দশমিক ১০ শতাংশ। রুপার দাম কমেছে ১০ দশমিক ৮২ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৬৮ দশমিক শূন্য ৯ ডলার।

সেখান থেকে কমতে কমতে এখন তা ১ হাজার ৮১০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ একমাসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৭ দশমিক ৫১ ডলার। এর মধ্যে গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১৬ দশমিক শূন্য ৭ ডলার বা দশমিক ৮৮ শতাংশ।

চলতি বছরের ২৬ এপ্রিল বিশ্ববাজারে দাম কমার প্রবণতা দেখা দিলে দেশের বাজারে সোনার দাম কমানো হয়। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১১৬৭ টাকা, ২১ ক্যারেটের ভরিতে কমে ১১৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনায় কমে ৭৫৮ টাকা।

বিভি/এজেড

মন্তব্য করুন: