• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ৮ আগস্ট ২০২২

আপডেট: ১৬:১৭, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের চিঠি

প্রয়োজনের অতিরিক্ত ডলার সংরক্ষণের ‘প্রমাণ পাওয়ায়’ ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশি পাঁচ ব্যাংক হচ্ছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ও সাউথইস্ট ব্যাংক। আর বিদেশি ব্যাংকটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

তিনি বলেন, ‘ট্রেজারি অপারেশনে অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন কর্মকর্তা বলেছেন, ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির ‘প্রমাণ পাওয়ায়’ এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে ইতোমধ্যে চিঠি পাঠিয়ে তাদের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জুলাই মাসের মাঝামাঝি কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার ১০০ টাকা ছাড়ায়। গত ২৮ জুলাই ডলারের দাম বেড়ে ১১১ টাকা ছাড়িয়ে যায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 

চলতি মাসের ২ অগাস্ট পর্যন্ত ৮০টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শো কজ) নোটিস দেওয়া হয়। এছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

সোমবার খোলাবাজারে ডলারের বিনিময় হার উঠেছে ১১৫ টাকা ৬০ পয়সা। আজ আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার ৯৫ টাকায় বিনিময় হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: