• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

প্রকাশিত: ১৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দাম রেকর্ড ৪৪ পয়সা মান হারিয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে ৮১ দশমিক ২৩ পয়সা। এর আগে বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির দাম ৮৩ পয়সা কমে ৮০.৭৯-তে দাঁড়ায়। এটি ছিল গত সাত মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ দরপতন।

বিদেশি বিনিয়োগকারীদের সরে দাঁড়ানো, বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি এবং বিশ্বব্যাপী মন্দার ঝুঁকির কারণে ডলারের বাজারে অস্থিরতায় রুপির দরপতন ঘটছে। 

গত দুই বছরে ভারতে বিদেশি তহবিল আসার চেয়ে বাইরে চলে গেছে বেশি। বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সম্পদ থেকে রেকর্ড ২৯ বিলিয়ন ডলার তুলে নিয়েছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ক্যারল কং বলছেন, বৈশ্বিক প্রবৃদ্ধির দুর্বল পূর্বাভাসের মধ্যে ডলারের সঙ্গে অন্য কোনো মুদ্রা প্রতিযোগিতায় পেরে উঠছে না। ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রার দর বাড়ছেই।

বিশেষজ্ঞদের দাবি, রুপির পতনে ধাক্কা খেয়েছে বিনিয়োগকারীদের আস্থা। ঝুঁকি না নিয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ডলারকে আঁকড়ে ধরছেন বহু বিনিয়োগকারী। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।  
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: