• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চীনের ইউনান প্রদেশের পণ্যের বিশাল প্রদর্শনী হচ্ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চীনের ইউনান প্রদেশের পণ্যের বিশাল প্রদর্শনী হচ্ছে ঢাকায়

চীনের ইউনান প্রতিদেশে উৎপাদিত সৌন্দর্যবর্ধক এবং লাইফ স্টাইল সংক্রান্ত পণ্যের সমাহার নিয়ে আয়োজন করেছেন ‘রঙিল ইউনান’ শীর্ষক পণ্য মেলা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না  ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হচ্ছে।  

‘কালারফুল ইউনানে’ মূলত চীনের ইউনান প্রদেশের সংস্কৃতি, প্রাকৃতিক ফুল, অর্গানিক খাবার এবং বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনীতে স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়াও বক্তব্য রাখেন, ইউনান প্রদেশের গভর্নর ইয়ং ইউবো, চীনে  নিযুক্ত বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ইউনানের কমার্শিয়াল রিপ্রেসেন্টেটিভ অফিসের ডিরেক্টর লি জিয়াও অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা সরাসরি ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। 

চীনের ৭৩তম জাতীয় দিবস উপলক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: