• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মঙ্গলবার থেকে কম দামে বিক্রি হবে সোনা

প্রকাশিত: ২১:১১, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মঙ্গলবার থেকে কম দামে বিক্রি হবে সোনা

বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারেও কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের সোনা প্রতি ভরিতে কমেছে ১০৫০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন এই দামে সোনা বিক্রি শুরু হবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।

সোমবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৮৭১ টাকা বিক্রি হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।  

বিভি/এজেড

মন্তব্য করুন: