• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তিন ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
তিন ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম, অনুসন্ধানে দুদক

তিনটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ দেওয়ার অনিয়মের বিষয়ে তদন্ত করতে দুদকের একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন প্রক্রিয়াধীন। 

বুধবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের অনিয়মের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর কর্মকর্তা এ বিষয় কার্যক্রম শুরু করবেন।

গত ১ ডিসেম্বর তিন ব্যাংক থেকে কেলেঙ্কারির ঘটনায় জাতীয় পত্রিকার প্রতিবেদন যুক্ত করে দুদক ও বিএফআইইউর কাছে তদন্ত চেয়ে চিঠি দেন পাঁচজন আইনজীবী। ওই দিনই সংস্থাটির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানিয়েছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে সংবাদটি পাওয়ার পরে যাতে অনুসন্ধান শুরু করা যায় সেই লক্ষ্যে তথ্য, উপাত্ত সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।

বিভি/এইচএস

মন্তব্য করুন: