• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উদ্বেগ তাড়া করে ফিরছে সবুজ কারখানার উদ্যোক্তাদের

প্রকাশিত: ১৬:২৬, ২৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
উদ্বেগ তাড়া করে ফিরছে সবুজ কারখানার উদ্যোক্তাদের

ফাইল ছবি

পোশাক শিল্পে পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরির সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কারখানা টেকসই করার দুশ্চিন্তাও। বায়ারদের নজর কাড়তে প্রচলিত কারখানার চেয়ে ৩০ শতাংশ অতিরিক্ত বিনিয়োগেও খুব বেশি সুফল মিলছে না, দাবি রপ্তানিকারকদের। উল্টো, বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম চরম সংকটে ফেলবে, সেই উদ্বেগ তাড়া করে ফিরছে সবুজ কারখানার উদ্যোক্তাদের। 

দিনকয়েক আগেও সবুজে ঘেরা পরিবেশবান্ধব কারখানা ছিল দেশে ১৮৩টি। ২২ জানুয়ারি সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি গ্রিন ফ্যাক্টরি। 

সাভার বাইপাইলে টিম গ্রুপের সবুজ কারখানায় পোশাক তৈরিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পাশাপাশি কর্মপরিবেশও হয়েছে উন্নত। 

পোশাককর্মীদের সন্তানের জন্য রয়েছে ডে-কেয়ারের ব্যবস্থা। ন্যায্যদামে নিত্যপণ্যও সরবরাহ করেন অনেকে। বিদ্যুৎ-পানি সাশ্রয়ের পাশাপাশি নতুনদের জন্যও আছে প্রশিক্ষণের ব্যবস্থা। 

নিজ কারখানার রপ্তানি এক বিলিয়ন ডলারে উন্নীত করার স্বপ্ন দেখা এক উদ্যোক্তা জানিয়েছেন, কাজের উন্নত পরিবেশ নিশ্চিতে অতিরিক্ত বিনিয়োগ করলেও দীর্ঘমেয়াদে সবুজ কারখানা কতোটা টেকসই হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন। 

তবে, বিশ্লেষকরা বলছেন, দেশে গ্রিন কারখানার সংখ্যা এখনো কম। এ ধরনের কারখানা বাড়লে দীর্ঘমেয়াদে সুফল মিলবে। 

দেশের পোশাক শিল্পকে বিশ্বের এক নম্বরে নিয়ে যেতে প্রযুক্তির ব্যবহার ও উচ্চমূল্যের পোশাক তৈরিতে উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: