• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নোবিপ্রবিতে প্রক্টর ও তিনটি হলে প্রভোস্ট নিয়োগ

ফজলে এলাহী ফুয়াদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নোবিপ্রবিতে প্রক্টর ও তিনটি হলে প্রভোস্ট নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে প্রক্টরসহ তিন হল প্রভোস্ট।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এ. এফএম আরিফুর রহমানকে সাময়িক সময়ের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো।

এছাড়াও আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে তিন হল প্রভোস্টদের সাময়িক সময়ের নিয়োগের বিষয়টি জানানো হয়।

সদ্য নিয়োগ পাওয়া হল প্রভোস্টরা হলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, হজরত বিবি খাদিজা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এর আগে, গত ৯ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবিপ্রবির দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক দায়িত্বে থাকা প্রক্টর ও প্রভোস্টসহ ৯ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2