• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য মিনহাজ বহিষ্কার

জয়নাল আবেদীন, বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪:৩৭, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য মিনহাজ বহিষ্কার

অভিযুক্ত মিনহাজুল ইসলাম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মিনহাজ) সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে, মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও হল দখলের চেষ্টার অভিযোগ ওঠে ববি ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম'র বিরুদ্ধে। 'মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ছাত্রদল নেতার!' শিরোনামেও সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে।এরপরে কেন্দ্রীয় ছাত্রদল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার (মিনহাজ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

বিভি/এজেড

মন্তব্য করুন: