• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাসের ধাক্কায় ববি ছাত্রীর মৃত্যু

জয়নাল আবেদীন, ববি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বাসের ধাক্কায় ববি ছাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহিত

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা মেডিকেল কলেজের এক চিকিৎসক।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বাস জ্বালিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এসময় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও ও মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভোলা রোডের পুলিশ বক্সের সম্মুখে বাস ধাক্কা দেয় ওই ছাত্রীকে। বাসের গতি ছিল পুরোদমে। বাসের ধাক্কায় শিক্ষার্থী ছিটকে পড়ে রাস্তার মাঝে। পরে আবার তার শরীরের একাংশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।

পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে দোষীকে গ্রেফতার না করা হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, ঘটনাটি শোনার সাথে সাথেই হাসপাতালে যাই। দোষীদের দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স ইতোমধ্যে দোষীদের গ্রেফতারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার চাই। আগামী ১২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে। না হলে আমার শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর অবস্থান থেকে যা যা করা দরকার আমরা তাই করতে বাধ্য হবো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: