ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি শিবিরের
ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেন ঢাবি শিবিরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে ঢাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, ‘৫ বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি বেড়েছে তিনগুণ। পত্রিকার এক প্রতিবেদনে দেখা যায়, শুধু এক শিক্ষাবর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা থেকে ১৭ কোটি টাকা লাভ করেছে বিশ্ববিদ্যালয়। ক্রমান্বয়ে প্রতি শিক্ষাবর্ষে আবেদন ফি বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের আয় বৃদ্ধি করার উদ্দেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি অতিরিক্ত আবেদন ফি চাপানো হচ্ছে, যা অত্যন্ত অগ্রহণযোগ্য।’
উপাচার্যকে উদৃত করে স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আপনি নিশ্চয়ই জানেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩ শতাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র-মধ্যবিত্ত। এর মধ্যে ১০ শতাংশের অধিক শিক্ষার্থীর পরিবার হতদরিদ্র। এসব শিক্ষার্থীর পরিবারের মাসিক আয় ৪ হাজার টাকার কম। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা এই পরিসংখ্যান থেকে সহজেই অনুমান করা যায়।’
এতে আরো বলা হয়, ‘প্রতি শিক্ষাবর্ষে আমরা পত্রিকায় দেখি শিক্ষার্থীরা ধার-দেনা করে, বাড়ির গবাদিপশু, জমি ইত্যাদি বিক্রি করার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি ও ভর্তি ফি’র ব্যয় সংকুলান করে থাকে। এমতাবস্থায় অতিরিক্ত আবেদন ফি নির্ধারণ করা শিক্ষার্থীদের ওপর এক ধরনের জুলুম। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের নিকট দাবি জানাচ্ছি অনতিবিলম্বে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে নিয়ে আসা হোক।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, অফিস সম্পাদক ইমরান হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনিছ মাহমুদ ছাকিব, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল এবং আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: