সাত কলেজের অধিভুক্তি চায় না ঢাবি শিক্ষার্থীরা, ৭২ ঘন্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহিত
রাজধানীর সাত কলেজের অধিভুক্তি চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ লক্ষ্যে অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষার্থীরা। একই সঙ্গে অধিভুক্তি বাতিল না করা হলে বিশ্ববিদ্যালয়টি অচল করে দেওয়ারও ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থী আশিকুল ইসলাম।
আশিকুল ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক আশ্বাসে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছি। কিন্তু এবার আর আমরা আশ্বাসের মুলা ঝুলানো বিশ্বাস করছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি, এর মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয় তাহলে ৭৩ ঘণ্টায় গিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।
তিনি বলেন, এ ৭২ ঘণ্টায় আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবো। গণসংযোগ করে সবাইকে সচেতন করো তুলবো। এরপরেও আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো। এ সময় শিক্ষার্থীরা ‘এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তির ব্যবসা বন্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে অধিভুক্তি-বাতিল করো, করতে হবে’, ‘মেয়েদের জন্য হল নির্মাণ-অবিলম্বে করতে হবে’—ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, ঢাবিতে অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। কিন্তু, সেসব দাবি উপেক্ষা করে উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই আলাদা ভবনে কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: